ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা উদ্ধার :বিজিবির অভিযানে চোরকারবারী পালিয়ে বাঁচল

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি বিশেষ অভিযানে সীমান্ত এলাকার রেজুপাড়া থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ সময় মাদক চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে একটি বড় ইয়াবার চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ০৪ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যায় ৭টায় রেজুপাড়া বিওপির একটি বিশেষ অভিযান দল সীমান্তসংলগ্ন লেবুবাগান খালের পাড় এলাকায় কৌশলগত অবস্থানে যায়।

প্রায় সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি হাতে একটি কালো কাপড়ের ব্যাগ নিয়ে সীমান্তের দিকে অগ্রসর হলে, ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দিয়ে দ্রুত মায়ানমারের দিকে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে ২০,০০০ (বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্তে অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের কারণে বর্তমানে মাদক পাচারকারীরা নানা কৌশল পরিবর্তন করেও বারবার ব্যর্থ হচ্ছে।

এদিকে, স্থানীয়রা বিজিবির এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে।