সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সন্মেলন অনুষ্ঠিত বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫ ডেস্ক রির্পোট সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ খ্রি. অনুষ্ঠিত। সুনামগঞ্জ জেলার মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৫ খ্রি. অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ , বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খাঁন, ২৮ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্ণেল একেএম জাকারিয়া কাদির, পুলিশ সুপার জনাব তোফায়েল আহাম্মেদ, সিভিল সার্জন ডা. মোঃ জসিম উদ্দিন, পুলিশ সপার, পিবিআই জনাব মুহাম্মদ খালেদ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) জনাব তাপস শীল, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজবৃন্দ, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও সহকারী জজবৃন্দ, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, সুনামগঞ্জ জেলা বার সমিতির বিজ্ঞ সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজ্ঞ জিপি ও পিপি, সরকারি বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয়। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন স্বাগত বক্তব্যে ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের শহিদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান। এরপর বিগত জানুয়ারি-জুন/২০২৫ পর্যন্ত সুনামগঞ্জ জাজশিপে মামলা দায়ের ও নিষ্পত্তি সংক্রান্তে পরিসংখ্যান উপস্থাপন করেন যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ আকবর হোসেন। উক্ত সময়ের ম্যাজিস্ট্রেসির পরিসংখ্যান উপস্থাপন করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরবর্তীতে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে চিহ্নিত প্রতিবন্ধকতা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ জনাব মোঃ জুনাইদ এবং এ বিষয়ে ফৌজদারি মামলা সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। প্রতিবন্ধকতা হিসেবে আদালতের অপর্যাপ্ততা, অপ্রতুল লোকবলসহ বেশ কিছু দিক চিহ্নিত করা হয়। এরপর সভাপতির পরিচালনায় আলোচ্যসূচির উপর উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দসহ সদর হাসপাতালের আরএমও, জেল সুপার, জেলা সমাজসেবা কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের জেলা পরিদর্শক ও অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা আন্তঃবিভাগীয় সহযোগিতার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অতিথিদের বক্তব্যে অংশ নিয়ে বার সমিতির বিজ্ঞ সাধারণ সম্পাদক, বিজ্ঞ পিপি, বিজ্ঞ জিপি, বার সমিতির বিজ্ঞ সভাপতি, এডিসি(শিক্ষা), বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ধর্মপাশা চৌকি আদালত, পুলিশ সুপার, পিবিআই, পুলিশ সুপার, সুনামগঞ্জ, সিও, ২৮ বিজিবি, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ বিচারক(জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বক্তব্য রাখেন। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির ধর্মপাশা চৌকি আদালতে এপিপি নিয়োগদানসহ বিভিন্ন বিষয়ের অবতারণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ট্রাইব্যুনালের কার্যক্রম ও নিষ্পত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত সম্মেলনে সভাপতির বক্তব্যে সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন বলেন প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতকরণে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর সমন্বয় অপরিহার্য এবং এ বিষয়ে স্বার্থ সংশ্লিষ্ট সকলে প্রতিশ্রুতিব্ধ। এজন্য তিনি প্রত্যেকটা বিভাগকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। সবশেষে সভাপতির বক্তব্যে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। SHARES আইন আদালত বিষয়: