বান্দরবানে পিসিপির পথযাত্রা

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

যারা গণহত্যা করেছে, যারা লুটপাত করেছে,যারা বছরের পর বছর আপনাদের অধিকার হীন করে রেখেছে,তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বান্দরবানে পথসভায় একথা বলেন।

”দেশ গড়তে জুলাই পদযাত্রা” এই শ্লোগানকে সামনে রেখে (১৯ জুলাই) শনিবার রাতে জেলা শহরের সোনালী ব্যাংক এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো.শহীদুর রহমান সোহেল সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম,বিশেষ অতিথি ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, এনসিপির যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,৭২ পরবর্তীতে বিভিন্ন জাতীসত্ত্বাকে স্বীকৃতি না দিয়ে বাঙ্গালী বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মান করতে হলে সবাইকে ঐক্যবন্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করবো। যারা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।