বান্দরবান আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বৃক্ষরোপন কর্মসূচি বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫ আবদুর রশিদ, বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলা সদরের আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থী মানুষের জন্য ছায়া প্রদান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধি লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুহেনা মোস্তফা কামাল (রুমু)’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ অনুষ্ঠান। সমাবেশে বক্তারা বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শুধুমাত্র আইনজীবীদের কল্যাণে নয়, বরং আদালতে আগত সাধারণ বিচারপ্রার্থী মানুষের স্বার্থেও নানা কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণে সর্বদা সচেষ্ট থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এড, মোহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট উমেসিং মার্মা, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর, অ্যাডভোকেট মোঃ সোয়াইবুল ইসলাম, অ্যাডভোকেট মেনুসাং মারমা, অ্যাডভোকেট এস এম আজিজুল হাকিম, অ্যাডভোকেট মোঃ আলী জওহার সহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ। বক্তারা পরিবেশ সুরক্ষার পাশাপাশি জনসাধারণের সেবায় নিজেদের সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বৃক্ষরোপণ শেষে ফোরামের সদস্যরা একসাথে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন। SHARES বিশেষ প্রতিবেদন বিষয়: