সারাদেশে অস্থিরতার প্রতিবাদে বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

 

আবদুর রশিদ, বান্দরবান প্রতিনিধি :

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের নির্লিপ্ততায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৩টায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহাকুল ইসলাম সবুজ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মোহন, রেজাউল করিম সোহেল, ওমর ফারুক জিহাদ, মাকসুদুর রহমান, ইমরান তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুর রহমান রুবেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশিদসহ নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু।

নেতারা বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করছে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও অবৈধ দুঃশাসনের অবসানের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।