বান্দরবান বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য ধ্রুবতারা চারা বিতরণ কর্মসূচী বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫ নিজস্ব প্রতিবেদক, বান্দরবান বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য ধ্রুবতারা এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। সোমবার (২১জুলাই) সকাল সাড়ে১১টায় বান্দরবান বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশন এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার ড. জহিরুল হক। এ আয়োজনে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি মডারেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান। বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি সদস্য রুনলে ম্রো স্বাগত বক্তব্য দিয়ে শুরু করেন এবং বান্দরবান ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা জেনী শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রধান অতিথি বন বিভাগ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, বান্দরবান পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ বর্তমানে জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও পরিবেশ দূষণের কারণে বন্যা, পানি সংকট মারাত্মক হুমকির সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জন্য প্রয়োজন সচেতনতা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত উদ্যোগ। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারে সদস্য সংখ্যা যদি চারজন হয়, তবে সেই পরিবারে কমপক্ষে চারটি তুলসী গাছ লাগানো উচিত। এতে পরিবেশ যেমন উপকৃত হবে, তেমনি বাসার চারপাশেও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। আরও উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল বিষয়ক বিশেষ সহকারী মো.আরিফ, বান্দরবান জেলা শাখার সভাপতি বর্ধন মারমা, সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা জেনী এবং সহ সাধারণ সম্পাদক রুনলে ম্রো, সাংগঠনিক সম্পাদক বিমল তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ সুলিন ত্রিপুরা, প্লানিং প্রজেক্ট সম্পাদক মো.ঈশান, আইসিটি সম্পাদকআব্দুল মোমিনসহ ধ্রুবতারা সংগঠনের সদস্য এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান,ধ্রুবতারা এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতি চারা রোপন করা হবে আর এর মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় সবুজায়নে ভরপুর হবে পুরো ক্যাম্পাস প্রাঙ্গন। SHARES শিক্ষাঙ্গন বিষয়: