নিজস্ব প্রতিবেদক,
বান্দরবান লামা, আজিজনগরের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মৃত্যঃ দুলা মিয়া এর ছেলে কামাল হোসেন গ্রাম-পূর্বচাম্বি ডিগ্রিখোলা পাড়া,০৯ নং ওয়ার্ড, আজিজনগর ইউপি, থানা লামা,জেলা-বান্দরবান পার্বত্য জেলা নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে! যাহার লামার থানার মামলা নং-০১,তারিখ -০২/১১/১৯,জিআর মামলা নং-১০৭/১৯ এবং দায়রা মামলা নং-৬৭/২০! এছাড়া আসামিকে অনাদায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ বিচারক,অরুণ পাল।
এদিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদালতে উভয়পক্ষের যুক্তি-তর্কে স্বামী কর্তৃক কদর বানুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে সর্বোচ্চ সাজা প্রদান করেছেন এবং আদালত রায়টি সন্তুষ্টি হয়েছে বলে জানান!
জেলার লামা উপজেলার আজিজনগর এলাকায় ২০১৯ সালের ১ নভেম্বর রাতে এই হত্যাকাণ্ড ঘটনায় ঘটেন!
ভিকটিমের ভাই আকবর হোসেন বাদী হয়ে লামা থানায় হত্যা মামলা দায়ের করেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জয়নাল আবেদীন এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভেকেট মোঃ জাফর এবং নাজমুল ইসলাম প্রমুখ!
এসময়ে আসামী পক্ষে নিয়োজিত আইনজীবী এডভোকেট জাফর তিনি বলেন এই মামলা আসামি সম্পূর্ণ নির্দোষ এবং মিথ্যা ফাঁসানো জন্য ভিকটিম ভাই লামা থানাতে গিয়ে মিথ্যা মামলা রুজু করা হয়েছে! অদ্য তারিখে আদালত বিষয়টি বিবেচনায় না করে রায়টি দেয়া হয়েছে! আমরা মৃতদণ্ড আসামীকে জামিন জন্য উচ্চ আদালতে যাব বলে তিনি জানিয়েছেন!