নিজস্ব প্রতিবেদক,
তিন বছরের শিশুকে নির্যাতন এবং ধর্ষণ অপরাধ দায়ে যাবজ্জীবন ও জরিমানা এক লক্ষ টাকার অর্থ অনাদায়ে মামলার আসামীকে কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ, নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যানাল বিচারক, জেবুন্নাহার আয়েশা!
মঙ্গলবার (৮ জুলাই ) সকাল সাড়ে ১১টার দিক দিকে বান্দরবান সিনিয়র জেলা ও দায়রা জজ ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেবুন্নাহার আয়েশা ঘোষণা করেন!
রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি মোঃ নজরুল ইসলাম প্রকাশ বেচু আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সুত্রে জানা যায়, মামলার আসামি মোঃ নজরুল ইসলাম প্রকাশ বেচু ২০২৩ সালের ৮ মার্চ মোঃ ওমর ফারুক এর মা ঘরের ভিতরের কাজ করার সময় মোঃ ওমর ফারুক মেয়ে জান্নাতুল ফেরদৌসকে হাতে বিস্কুট দিয়ে লামার পৌরসভার এক সকিনে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক নির্যাতন করেন।
এসময় ওই শিশুর মোঃ ওমর ফারুক এর মা তার নাতিন কান্নার শব্দ পেয়ে ঘটনাস্থলে গেলে জান্নাতুল ফেরদৌস মোঃ ওমর ফারুক এর মাকে ঘটনার বিস্তারিত বলিলে মোঃ নজরুল ইসলাম প্রকাশ বেচু দৌড়ে পালিয়ে যান। ওই দিনে জান্নাতুল ফেরদৌসের পিতার চট্রগ্রাম থেকে বাড়িতে এলে এলাকাবাসীর সহায়তায় আসামীর বিরুদ্ধে লামার থানায় অভিযোগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মোঃ নজরুল ইসলাম প্রকাশ বেচু বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০ সংশোধনী ২০০৩) এর ৯(১) একটি মামলা রুজু করেন।
এ মামলায় পুলিশ আসামী হলেন জিয়াউর রহমান এর ছেলে মোঃ নজরুল ইসলাম প্রকাশ বেচু এর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আসামী মোঃ নজরুল ইসলাম প্রকাশ বেচুকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা কারাদণ্ড দণ্ডিত করেন!
এদিকে নারী ও শিশু ট্রাইব্যানালে প্রসিকিউটর এডভোকেট মোঃ ইসমাইল তিনি জানান,আসামী নজরুল ইসলাম প্রকাশ বেচু তিন বছরের শিশুকে নির্যাতন অপরাধে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যানাল বিচারক, জেবুন্নাহার আয়েশা আসামী মোঃ নজরুল ইসলাম প্রকাশ বেচু শিশু নির্যাতন অপরাধে আদালত সন্তুষ্টি রায় ঘোষণা দিয়েছেন এটাই অভিযোগকারীর পক্ষে সুস্থ বিচার মনে করি এবং ভবিষ্যতে এই ধরনের কোন ছেলেরা শিশু বা,নারী ও শিশু নির্যাতন এসব ধরণের কোন অপরাধ না করে!
এসময় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যানাল বেঞ্চ সহকারী মোঃ মাঈনুল তিনি বলেন লামার এক যুবক শিশু নির্যাতন অপরাধে যাবজ্জীবন, এক লাখ টাকা জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বলে জানান!
আরও জানা যায়, আসামীর পক্ষে নিয়োজিত আইনজীবী উমে চিং মার্মা তিনি বলেন আমার মক্কেলের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্রের ভাবেই মামলার জড়ানোর হয়েছে আজকের আদালত রায়ের সন্তুষ্টি বলে মনে হচ্ছে না আমরা আসামী জামিনের জন্য উচ্চ আদালতে যাব বলে জানিয়েছেন!