নিজস্ব প্রতিবেদক,
মাদকের নেশায় পড়বো না নিজের জীবন নষ্ট করবো না!
মাদককে না বলুন সুস্থ সুন্দর জীবন মাদকের নেশা ধরবো নিজের জীবন নষ্ট করবো না এই শ্লোগানকে নিয়ে বৃহস্পতিবার ৩জুলাই সকালে বান্দরবান সদরের সাঙ্গু উচ্চ বিদ্যালয়ে কক্ষ হলে এক মাদক বিরোধী আন্দোলনের উপলক্ষে বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা, যুবসমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এক উঠান বৈঠক আয়োজন করেন বৈঠকের সভা পরিচালনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর কার্যালয়ে অধিদপ্তর এস,আই শাহ আলম সভাপতিত্ব করেন সভায় উপস্থিতি বক্তব্য রাখেন বান্দরবান সদরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উর্ধতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ,সবাই এই এলাকায় কোন মাদক কারবারি মাদক সেবীদের আস্তানার রাখতে দেওয়া হবে না যারা মাদক খাবেন ও বিক্রি করবেন এবং মাদকের সাথে জড়িত থাকবেন তাদেরকে এলাকার মানুষ প্রতিহত করবে এবং ধরে আইনের আওতায় নিয়ে যাবেন তিনি এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষণা করেন এবং এলাকার যুব সমাজের উদ্দেশ্যে বলেন এই মাদক যারা ক্রয় বিক্রয় করবেন এদেরকে প্রতিহত করার জন্য এলাকায় একটি পাহারা দেওয়ার জন্য টিম তৈরি করেদেবেন এবং টিমে যারা কাজ করার জন্য আহ্বান জানান!
এসময়ে আরও তারাই বলেন যারা রাত জেগে এই মাদক কে প্রতিহত করবে এবং পাহারা দিয়ে তাদেরকে ধরিয়ে আইনের হাতে ধরিয়ে দেবার জন্য অনুরোধ উর্ধতন কর্মকর্তা বলেন যারা মাদক খাবেন কেনাবেচা করবেন তাদেরকে যেখানেই পাবেন ধরে এনে আইনের হাতে তুলে দিবেন এবং এলাকার সকলের মিলে তাকে তার বিরুদ্ধে কঠোরভাবে আইনি পদক্ষেপ নিবেন এবং এলাকার সকল যুবসমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ সকলের একই দাবি এলাকায় কোন মাদকের আস্তানা হতে দেবে না কেউ মাদক খেতে পারবে না এবং বিক্রি করতে পারবেনা এদেরকে প্রতিহত করার জন্য সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে মিলে কাজ করে যাব!