নিজস্ব প্রতিবেদক
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে রবিবার (২৭ জুলাই) বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিঃ জেঃ শাহ মোঃ সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ,পিএসসি, এমবিএ,পিএইচডি (অবঃ) একটি চম্পা ফুলের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেওয়াজ, বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক লিটন দেবনাথ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ডাক্তার অং চালু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, এডভোকেট মাধবী মার্মা, লাল জারলম বম, খামলাই ম্রো, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মোহাম্মদ
জহিরুল হক, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কর্মকর্তা, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বনজ ফলজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।