বান্দরবানে দৈনিক নীলগিরি পত্রিকার অফিস উদ্বোধন বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫ নিজস্ব প্রতিবেদক, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক:মোহাম্মদ মোজাম্মেল হক লিটন বলেছেন, দৈনিক নীলগিরি পত্রিকা বাংলাদেশের অনেকগুলো পত্রিকার মধ্যে সাম্প্রতিক একটি পত্রিকা। অল্পদিনে এই পত্রিকাটি পাঠকরা সাদরে গ্রহণ করেছেন, এই পত্রিকাটি সূধীমহলে প্রশংসিত হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি এই সংবাদপত্রটিকে একটি বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে, দৃষ্টি নিরপেক্ষ, নির্মহভাবে সংবাদটি উপস্থাপন করে সংবাদের বিভিন্ন বিষয়-আশয় আলোচনা-পর্যালোচনা, বিশ্লেষণ করে আমরা উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। পাঠকসমাজ কত সময় পত্রিকা পড়ে, কি চায়, সেটা গবেষণা করে আমরা পত্রিকায় সংবাদ উপস্থাপন করে থাকি। পাঠকের আগ্রহ-উৎসাহকে প্রাধান্য দিয়ে তাদের প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে আমরা আমাদের পত্রিকার পৃষ্ঠাগুলোকে সাজানোর চেষ্টা করি। সোমবার বিকেলে ওয়াপদা ব্রীজ জেলা পরিষদ মসজিদ মার্কেট বান্দরবান অফিস উদ্বোধন পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ মোজাম্মেল হক লিটন আরও বলেন, স্থানীয় সংবাদের যে গুরুত্ব, সেটা যারা যে স্থানে থাকে তারাই বুঝে। মানুষ তার আশপাশের সংবাদকে যতটা গুরুত্বপূর্ণ মনে করে, দূরের সংবাদকে ততটা গুরুত্ব দেয় না। মানুষের সংবাদ জানার যে চাহিদা, সেটা তার মনোজাগতিক একটি প্রয়োজন। যেকারণে আমাদের আজকের পত্রিকা সারাদেশের স্থানীয় দৈনিক নীলগিরি পত্রিকায় দেশসেরা বিভিন্ন অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন। সংবাদ বা তথ্যের যে চাহিদা, সেটা আমরা মাথায় রেখেছি। সেই চাহিদা পূরণের লক্ষ্য আমাদের অভিজ্ঞ সাংবাদিকরা কাজ করে যাচ্ছে। আজকের আলোচনা সভায় বান্দরবান প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একে এম জাকির হোসেন সঞ্চালনায় পত্রিকাটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য রাখেন- পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই! এসময়ে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, এডভোকেট মোঃ জাফরসহ জেলা সকল সাংবাদিক প্রমুখ! পরে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ফিতা কেটে অফিস উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে -সুয়ালক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন বলেন, প্রায় দুই মাস দৈনিক নীলগিরি পত্রিকা পড়ছি। ট্রেডিশনাল ধারা থেকে বর্তমানে পত্রিকাগুলো বেরিয়ে গেছে। উপসম্পাদকীয় লেখা এখন পত্রিকায় তেমন হয় না। সংবাদপত্রের অতিকথন এ বৈপরীত্যে দেখা যাচ্ছে। পত্রিকা এবং সাংবাদিকের ইতিকথা যদি এক না হয়, তাহলে সমস্যা। দৈনিক নীলগিরি পত্রিকা প্রগতিশীল একটি পত্রিকা। সবাই এক হয়ে কাজ করলে পত্রিকাটি এগিয়ে যাবে! এসময়ে প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু এবং প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার তাদের বলেন, দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক একজন সাংবাদিক! বর্তমানে কাগজের দাম বেড়ে যাওয়ায় পত্রিকাগুলো কোনোরকম ঠিকে আছে। বিগত অল্প সময়ে প্রতিষ্ঠা হওয়া পত্রিকা বর্তমানে সারাদেশের প্রচার ভালো অবস্থানে আছে। বান্দরবানে ব্যবসা-বাণিজ্য পত্রিকায় রাখতে পারলে ভালো হয়। SHARES অর্থ-বানিজ্য বিষয়: