নিজস্ব প্রতিবেদক
সম্প্রীতি ও উন্নয়ন রেখে বাংলাদেশ সেনা সদস্য বান্দরবান জোন এনসি, আনোয়ার হোসেন ও দৈনিক আইন বার্তা, চট্রগ্রাম নিউজ, সিটিজি টোয়েন্টিফোর ও বান্দরবান নিউজ প্রকাশক সম্পাদক সাংবাদিক কাজী জুয়েল হোসাইনসহ প্রান্তিক পাহাড়ী ও বাঙ্গালী রাতে আঁধারের গরীব নিরিহ অসহায় মাঝে খাবার পেকেট এবং ঔষধসহ নগদ অর্থ প্রদান করেছেন!
১৬(মে) শুক্রবার রাত সাড়ে ১১টার সময় বান্দরবান পৌরসভার ট্রাফিক মোড় এলাকায় ও বালাঘাটা বিলকিছ ব্রীজে উপরে গরীব নিরিহ অসহায় রিক্সা চালকদেরকে খাবারসহ যাদের শরীরের অসুস্থ ও শরীর ব্যাথা, মাথা ব্যাথা ইত্যাদি ঔষধ দিয়েছে মানবিক দুই ফেরিওয়ালা! আরও এসময়ে গুরতর অসুস্থ অনেকের খুঁজ খবর নেয় ও আর্থিক সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছে দুই মানবিক ফেরিওয়ালা!
এসময় যাদেরকে সহায়তায় করেছেন তাদের ব্যক্তিরা হলেন ১.করিমল (৭০) সাং- বাঁশখালি চট্রগ্রাম বান্দরবানে তিন মাস অবস্থান করছেন সাং- চট্টগ্রাম, ২.সুবাস বিশ্বাস
(৪৮) পিতা-খুকন ময় বিশ্বাস, পেশা-ডেলিভারি সাং লোহাগড়া আমিরাবাদ চট্টগ্রাম! ৩. মোঃ আলি (৩০) পিতা- সিদ্দিক আহামদ সাং চট্টগ্রাম মিরছরাই, চট্টগ্রাম, পেশা-রিক্সা চালক,৪. উজ্জ্বল( ২৬)পিতা-মিস্টি সাং বন্দর, চট্টগ্রাম, পেশা-দোকান কারিগর! ৫.আবদুর রহমান (৩০) সাং রেইচা, বান্দরবান,পেশা-রিক্সায় চালক আজকের ১৩ বছর রিক্সা চালক ৬.আবদুর রহমান, পিতা-আবদু ছালাম, সাং- উত্তর বঙ্গাম্দার কাটা চকরিয়া, জেলা-কক্সবাজার,৭,রাশেদা বেগম( ২৫) পিতা-আবু তৈয়ব,সাং-নাপিড পুকুরিয়া,ডাকঘর,পদুয়া,রাঙ্গুনিয়া, জেলা-চট্রগ্রাম,৮,রানু বেগম( ৬০) পিতা-গুরা মিয়া, সাং-নাপিত পুকুরিয়া,পদুয়া রাংগুনিয়া,জেলা-চট্রগ্রাম!
অসহায় দরিদ্র মানুষের খুঁজে বিনামূল্যে মানবিকতার হাত বাড়িয়েছেন একজন বান্দরবান সেনা জোন এনসি আনোয়ার হোসাইন এবং বান্দরবান জেলা সাংবাদিক কাজী জুয়েল হোসাইন! এমন দৃষ্টান্তে দুই মানবিক ফেরিওয়ালা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গরীব নিরিহ অসহায় মানুষ!