নিজস্ব প্রতিবেদক
।
গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ৯টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন করে তারা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এবারও হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় তারা প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম সম্ভব নয়। আমরা সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও Atn, দৈনিক পূর্বকোণ জেলা প্রতিনিধি মিনারুল হক মিনার। প্রধান বক্তা ছিলেন বান্দরবান প্রেসক্লাব সকল সদস্যবৃন্দগণ।
এ সময় উপস্থিতবৃন্দগণ তারা বলেন গাজীপুর সাংবাদিক তুহিন ইসলামকে হত্যার প্রতিবাদে সারাদেশের সাংবাদিক প্রতিবাদে ও মানববন্ধন অংশ গ্রহণ করা হয়েছে! আমরা এই সাংবাদিক হত্যার ধিক্কার জানাই। আমরা আরও বলতে চাই সংবাদ কর্মীদের উপর নির্যাতন বন্ধ করার আহবান জানায়।