বান্দরবানে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

 

বান্দরবানের সদর উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক শিক্ষা কার্যক্রম—‘সেরা সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা। গত ২১ জুলাই (সোমবার ) বিকাল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলার সৃজনশীল শিশু-কিশোর সংগঠন সূর্যমুখী শিশু কিশোর সংগঠন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে হাফেজ ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী।

প্রতিযোগিতাটি সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। ‘সেরা সুন্দর হাতের লেখা শিক্ষার্থীদের সন্ধানে আমরা! বাঁচাই পর্ব’ নামে এই আয়োজনটির মূল লক্ষ্য ছিল শিশুদের মধ্যে হাতের লেখার সৌন্দর্য, মনোযোগ এবং শৈল্পিকতা তৈরি করা ও চর্চা বাড়ানো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম । অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম । সাংগঠনিক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম,প্রধান সহকারী পরিচালক আশ্রাফুল নাহার আঁখি,পরিচালনা কামরান হোসেন শাহেদ, সিনিয়র সহকারী পরিচালক ছমিরা আক্তার শিরিনসহ সহকারী পরিচালক মোহাম্মদ আকিবুল ইসলাম প্রঃ সাবরিনা সুলতানা জেনী প্রমুখ!

বক্তারা বলেন, ‌“বর্তমানে শিশুরা প্রযুক্তির প্রতি বেশি ঝুঁকে পড়ায় হাতে লেখার চর্চা কমে যাচ্ছে। অথচ হাতের লেখা শুধু লেখার মাধ্যম নয়, এটি শিশুদের মনন, ধৈর্য এবং সৃজনশীলতা বৃদ্ধির অন্যতম হাতিয়ার। এমন আয়োজনে শিক্ষার্থীরা নিজেদের মেধা বিকাশের সুযোগ পায় এবং তারা লেখাপড়ায় আগ্রহী হয়।”

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা সুন্দর হাতের লেখার জন্য নির্বাচিতদের যাচাই বাছাই করে পুরস্কার ও সনদ প্রদান করা হবে। এতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও জেলার অন্যান্য বিদ্যালয়েও এমন প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

এদিকে সূর্যমুখী সংগঠনের সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান জনপ্রিয় বান্দরবান নিউজ সম্পাদক কাজী জুয়েল হোসাইনকে তথ্যটি জানিয়েছেন! তিনি জানিয়েছে সূর্যমুখী ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠানের উপলক্ষে শিশুদেরকে সুন্দর  হাতের লেখা প্রতিযোগিতার নেওয়া হয়েছে!