বান্দরবানে অসহায় ও দুস্থ মানুষদের মুখে হাসি ফুটিয়েছে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ নিজস্ব প্রতিবেদক বান্দরবান জেলা পরিষদে সেলাই মেশিন, গরু, ছাগল এবং গাছের চারা বিতরণের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার এক মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০ জুলাই রবিবার সকাল ৯টায় পার্বত্য জেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই-এর সহযোগিতায় এসব সেলাই মেশিন, গরু, ছাগল এবং গাছের চারা অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রধান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। যারা গবাদি পশু, গাঁছের চারা এবং সেলাই মেশিন পেয়েছেন, তারা তাদের অনুভূতি প্রকাশ করেছেন। “আমরা অনেক অভাবেই থাকি। জেলা পরিষদ থেকে এসব আমাদেরকে দিয়েছেন, আমরা পেয়েছি এটাই আমাদের বড় খুশি।” পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগ অসহায় মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং তাদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। SHARES বিশেষ প্রতিবেদন বিষয়: