ক্যাম্প -২২ নতুন শিক্ষা বর্ষ উদযাপন :বিএনকেএস-এর ব্যতিক্রমী আয়োজন বান্দরবান নিউজ বান্দরবান নিউজ প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫ তৌহিদুল ইসলাম, কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপজেলার ক্যাম্প-২২-এ নানা আয়োজনে উদযাপিত হয়েছে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) বাস্তবায়িত নতুন শিক্ষা বর্ষ-২০২৫। রবিবার (৩ আগস্ট ২০২৫) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ক্যাম্পের শত শত শিশু, অভিভাবক, কমিউনিটি নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও শিক্ষা কর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। এই আয়োজন বাস্তবায়নে অর্থায়ন করেছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএএসি) এবং ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ব্র্যাক-পুল্ড ফান্ড। অনুষ্ঠানটি আয়োজন করা হয় “সাপোর্ট টু এফডিএমএন ইন কক্সবাজার অ্যান্ড ভাসানচর ইন এডুকেশন, লাইভলিহুড অ্যান্ড ওয়াশ সেক্টর” প্রকল্পের আওতায় “ব্র্যাক পুল্ড ফান্ড এডুকেশন প্রকল্প” এর অধীনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-২২ এর ইনচার্জ মো. রনি আলম নূর। তিনি নতুন শিক্ষা বর্ষের শুভ সূচনা ঘোষণা করেন এবং বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিএনকেএস যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। শিশুদের মুখে হাসি ফোটাতে এমন মানবিক উদ্যোগ আরও জোরদার হোক।” তিনি সিবিএলএফ তথা কমিউনিটি ভিত্তিক শিক্ষাকেন্দ্রসমূহ ঘুরে দেখেন, শিশুদের পাঠদানের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ও খেলনা বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনকেএস-এর প্রকল্প ব্যবস্থাপক মিজ মুমু রাখাইন। তার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি বলেন, “এই আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে শরণার্থী শিশুদের মধ্যে শিক্ষার আগ্রহ সৃষ্টি এবং তাদের মানসিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা।” এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাম্প এডুকেশন ফোকাল রোকসানা পারভিন, কমিউনিটি লিডার, সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি, ব্র্যাক পুল্ড ফান্ড এডুকেশন প্রকল্পের টিম সদস্যবৃন্দ এবং শিক্ষাকর্মীরা। শিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে ক্যাম্প ইনচার্জ মো. রনি আলম নূর শিক্ষকদের নিয়মিত নথিপত্র যাচাই, পাঠদানের পদ্ধতি ও শিশুদের মানসিক বিকাশে শিক্ষা কর্মীদের অবদান দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “বিএনকেএস কেবল শিক্ষা নয়, একটি প্রজন্মের আশার আলো হয়ে উঠেছে।” তিনি ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিঃসন্দেহে ক্যাম্পভিত্তিক শিক্ষার পরিধি আরও বিস্তৃত করতে সহায়ক হবে। কক্সবাজারের ক্যাম্প-২২ এ বিএনকেএস-এর এ আয়োজন যেন সাময়িক এক উৎসবের রূপ নেয়—যেখানে শিশুরা নতুন করে স্বপ্ন দেখার সাহস পায়। এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষার বিস্তারই নয়, বরং মানবিক মূল্যবোধ এবং সামাজিক সহমর্মিতার উদাহরণ হয়ে থাকবে। SHARES বিশেষ প্রতিবেদন বিষয়: